E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১০ জানুয়ারি মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল

২০২৬ জানুয়ারি ০৫ ১৪:৫৬:৪৫
১০ জানুয়ারি মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী অপহরণের নিন্দা ও প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে যুক্তফ্রন্টের নেতারা ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে তার স্ত্রীসহ দেশ থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন।

নেতারা বলেন, ভেনেজুয়েলার তেলসহ জ্বালানি সম্পদ দখলের হীন উদ্দেশ্য থেকেই আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে এই নজিরবিহীন সন্ত্রাসী আক্রমণ চালানো হয়েছে।
ইতোমধ্যে এই সামরিক হামলায় প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রকম রাখঢাক না করে যেভাবে এই আক্রমণ পরিচালনা করেছে, তা গোটা বিশ্ববিবেককে হতভম্ব ও বিস্মিত করেছে।

নেতরারা আরও বলেন, ভেনেজুয়েলার জনগণের পূর্ণ অধিকার রয়েছে তাদের দেশের সরকার, জাতীয় সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়ন নীতিমালা নির্ধারণ করার। সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের নেই।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নীরব কিংবা মিনমিনে ভূমিকা গোটা বিশ্বকে আরেকটি বিশ্বযুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিশ্চুপ অবস্থান দেশবাসীকে হতবাক করেছে উল্লেখ করে নেতারা অবিলম্বে এ মানবতাবিরোধী সামরিক হামলার নিন্দা জানিয়ে সরকারকে প্রতিবাদলিপি পাঠানোর আহ্বান জানান।

যুক্তফ্রন্ট নেতারা অবিলম্বে ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন বন্ধ এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান। একইসঙ্গে সারা বিশ্বের সচেতন, শান্তিকামী, গণতন্ত্রপ্রিয় ও প্রগতিশীল মানুষকে এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশের সব সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী গণতন্ত্রমনা মানুষকে সঙ্গে নিয়ে আগামী শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম নেতা, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম নেতা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।

সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাসদের (মার্কসবাদী) জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন মোড়, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test