E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় : ফখরুল

২০২৬ জানুয়ারি ০৯ ১৮:২৯:০৪
আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে তার প্রেক্ষিতে সরকার এফেক্টিভ পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব সরকার দায়িত্বশীলতার সাথে কার্যকরী পদক্ষেপ নিবে।

আজ শুক্রবার সকালে ঠাকুরগাওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিশ্ববিদ্যালয় গুলোতে শিবিরের বিজয় এবং শিবিরের জনপ্রিয়তার কারণ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এটি একটি গবেষণার বিষয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয় গুলোতে তেমন কোন কাজ করতে পারেনি। তবে জোর দিয়ে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কিংবা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ফলাফল জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবেনা।

তারেক রহমানের আগমন কি উপলক্ষে ? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের এটি একটি ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি মাতৃভূমিতে এসেছেন, নিজের দেশে ফিরেছেন, তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ গ্রহণ করবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন।

(এফআর/এসপি/জানুয়ারি ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

১০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test