E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ইসলামী আন্দোলন জোটে নেই, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা’

২০২৬ জানুয়ারি ১৭ ১২:৫৬:৫১
‘ইসলামী আন্দোলন জোটে নেই, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা’

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলনের ১১ দলীয় জোটে না থাকা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জোট সম্পর্কে কথা বলতে গিয়ে এই কথা বলেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন উপস্থিত ছিলেন।

আসিফ বলেন, যে মূলনীতির ওপর ভিত্তি করে এই জোট গঠিত হয়েছে, আমরা তা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাব।
ইসলামী আন্দোলনসহ যেসব দল আমাদের এই মূলনীতিগুলোর সঙ্গে একমত হতে পারবেন, তারা এই ঐক্যে যুক্ত হওয়ার প্রত্যাশা থাকবে। ইসলামী আন্দোলন এই জোটে নেই, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে। এনসিপি এই জোটের অংশ, শরিক হওয়ার আগে থেকেই ইসলামী আন্দোলন এই প্রক্রিয়ার অংশ ছিল।
আমাদের প্রত্যাশা ছিল যে আমরা সবাই একসঙ্গে এই নির্বাচনী বৈতরণী পার করব। তবে নানা কারণেই সেটা হচ্ছে না।

তিনি আরও বলেন, তবে জোট সংক্রান্ত যেই লিয়াজোঁ কমিটি আছে, আমরা আলোচনা করছি এবং সামনে আলোচনার ভিত্তিতে সামনে আমাদের যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব।

আসিফ বলেন, আজকে ময়মনসিংহ-১ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের ওপর বিএনপির প্রার্থীর অনুসারীরা হামলা করেছে।
আমরা ইতোপূর্বেও নির্বাচন কমিশনকে আমাদের শঙ্কার কথা, নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির শঙ্কার কথা জানিয়েছি। আজকেও আবার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর অনুসারীদের ওপর হামলা হচ্ছে। আরও বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে। একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সব প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, সব ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে এবং এই সংক্রান্ত যেই শঙ্কা জনমনে রয়েছে সেটা সেই শঙ্কা দূর করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে আরও কার্যকরভাবে মাঠ পর্যায়ে তাদের সক্রিয়তা দেখাতে হবে।

তিনি আরও বলেন, দুদিন আগে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির যিনি প্রার্থী আছেন আব্দুল্লাহ আল-আমিনকে হত্যা চেষ্টার একটি ঘটনা আমরা দেখেছি।
চেষ্টাকারীকে যখন স্থানীয় লোকজন আটক করে, তখন তার কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারাই এই হত্যা চেষ্টা চালিয়েছে এবং এর পেছনের কারা জড়িত আছে, কাদের হাত আছে এটার এই রহস্য উন্মোচন করতে হবে এবং তাদের গ্রেপ্তার করে তাদের থেকে বের করতে হবে, যে কারা এই ঘটনা ঘটিয়েছে।

আসিফ বলেন, অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো দল এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটা সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট করতে হবে। রাজনৈতিক দল হিসেবে এনসিপির প্রাথমিক চাওয়া প্রার্থীদের নিরাপত্তাটা। সব প্রার্থীর জন্য আমরা একটা নিরাপদ নির্বাচনী পরিবেশ চাই, স্বতন্ত্র প্রার্থী হোক কিংবা যে কোনো দলের প্রার্থী হোক। সেটা নিশ্চিত করার জন্য সরকারের এবং নির্বাচন কমিশনের সেই সদিচ্ছা আছে এটা নিশ্চিত করার জন্য আমি মনে করি যে নারায়ণগঞ্জে যেই ঘটনাটি ঘটেছে, সেটা সুষ্ঠু তদন্ত এবং সেটা জনগণের কাছে উন্মোচন করা প্রয়োজন যে কারা এর পেছনে রয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০২৬)


পাঠকের মতামত:

১৭ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test