E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো’

২০২৬ জানুয়ারি ২৫ ০০:৫৪:১৮
‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো’

স্টাফ রিপোর্টার : বিএনপির মনোনয়ন না পেয়ে আক্ষেপের সুরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণেগুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইবো।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইলের শাহবাজপুরে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ওই সাবেক নেত্রী বলেন, ১৫ বছর হালচাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমনটা লাগে। ঠিক আছে আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো হাঁস। এটা কোনো দলের প্রতীক না। এটা কোনো বিশেষ গোষ্ঠীরও প্রতীক না। এটা সাধারণ আমজনতার প্রতীক।

হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। সংসদের ৩শ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। সুতরাং এটা সাধারণ মানুষের মার্কা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, আপনারা ১২ তারিখ সারাদিন-রাতে ভোটগণনা করা পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী।

আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করেন। আগামী পাঁচটা বছর এ দুটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বো।’

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test