E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কোনো ষড়যন্ত্রই জনগণের ঐক্যের সামনে দাঁড়াতে পারবে না’

২০২৬ জানুয়ারি ২৬ ১২:৪৭:০২
‘কোনো ষড়যন্ত্রই জনগণের ঐক্যের সামনে দাঁড়াতে পারবে না’

স্টাফ রিপোর্টার : ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘জনশক্তির কাছে কোনো অপশক্তি টিকে না। জনস্রোতের কাছে যেমন হাসিনা টিকতে পারেনি, তেমনি কোনো ষড়যন্ত্রই জনগণের ঐক্যের সামনে দাঁড়াতে পারবে না।’

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলক্ষেত লেক সিটি কনকর্ডের সামনে অস্থায়ী স্টেজে ১৭ নম্বর ওয়ার্ডের গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা গত ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি, পালিয়ে থাকতে হয়েছে।

৫ আগস্ট বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে সফলতা অর্জন করেছে, তাতে ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছে। সেই অর্জন ধরে রাখতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’

তিনি অভিযোগ করেন, ‘ইসলামী নামধারী একটি গোষ্ঠী নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করতে চাইছে।
কিন্তু এ দেশের মানুষ তাদের অতীত ইতিহাস জানে-৭১ সালে তারা কী করেছিল, জনগণ তা ভুলে যায়নি।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আবহাওয়া যেমনই থাকুক, সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।’

ধর্মীয় বিষয়ে তিনি বলেন, ‘ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথেই রাষ্ট্র পরিচালিত হবে এবং আলেম-ওলামাদের যথাযথ সম্মান দেওয়া হবে।


তারেক রহমানের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতারাও বক্তব্য দেন। তারা জানান, বাড়ি বাড়ি গিয়ে আগামী ১২ তারিখ নারী ভোটারদের ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। তারা ৯০ শতাংশ ভোট ধানের শীষের পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন প্রার্থী ও নেতাকর্মীরা।

(ওএস/এএস/জানুয়ারি ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test