E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মঙ্গলবার গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান

২০২৬ জানুয়ারি ২৭ ০০:১৬:২২
মঙ্গলবার গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার : জনসভায় যোগ দিতে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ সভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গাজীপুরের দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান গাজীপুরে যাচ্ছেন।

জানা গেছে, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ।
কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গাজীপুরের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

বিএনপির এ জনসভা সফল করতে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে মঞ্চ নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে বিএনপির স্থায়ী ও কেন্দ্রীয় নেতারাও জনসভার স্থান পরিদর্শন করছেন। জনসভাস্থল সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৬)












পাঠকের মতামত:

২৭ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test