E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে’

২০২৬ জানুয়ারি ২৭ ২০:১৮:২৪
‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে’

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় মঞ্চে উঠতেই মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তিনি।

সারাদেশে বিএনপির চলমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সড়কপথে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ২০০৩ সালের পর এই প্রথম ময়মনসিংহ সফরে এলেন বিএনপির এই শীর্ষ নেতা, যা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ ও আবেগ।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পাশাপাশি জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা থেকে বাসযোগে হাজার হাজার নেতাকর্মী জনসভায় অংশ নেন। দুপুর আড়াইটার পর সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এই দেশ জনগণের। ভোটের অধিকার কেড়ে নিয়ে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং তরুণদের কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে।

তারেক রহমান আরও বলেন, ময়মনসিংহসহ সারাদেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ২৪টি আসনের প্রার্থীদের উপস্থিতি এই সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলার প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২: মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬: আখতারুল আলম, ময়মনসিংহ-৭: মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০: মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১: ফখর উদ্দিন আহমেদ।
জামালপুর জেলার প্রার্থীরা: জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪: ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-৫: শাহ মো. ওয়ারেছ আলী মামুন। নেত্রকোনা জেলার প্রার্থীরা: নেত্রকোনা-১: কায়সার কামাল, নেত্রকোনা-২: আনোয়ারুল হক, নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা-৫: আবু তাহের তালুকদার। শেরপুর জেলার প্রার্থীরাঃ শেরপুর-১: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩: মাহমুদুল হক রুবেল।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এর মাঝে সংবাদমাধ্যম এর জন্য তৈরী ষ্ট্রেজ ভেঙ্গে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাসলিমা রত্না ও চ্যানেল আইয়ের মহিউদ্দিন নীচে পড়ে যায়, তারেক জিয়ার বক্তব্য চলাকালিন-- দুজনেই সামান্য আহত হন।

জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই এই সমাবেশকে ময়মনসিংহ অঞ্চলে বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি সৃষ্টির মাইলফলক হিসেবে দেখছেন। জনসমাবেশ ঘিড়ে নিরাপত্তা ব্যাবস্থা ছিল চোখে পড়ার মত।

(এনআরকে/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test