E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই’

২০১৫ ফেব্রুয়ারি ০৭ ১৩:৪৭:১৩
‘মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই’

স্টাফ রিপোর্টার : বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত মানববন্ধনে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি যে ধরণের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এতে তাদের সঙ্গে সংলাপ করা যায় না। শুধু তাই নয়, মধ্যবর্তী নির্বাচনেরও কোনো সম্ভাবনা নেই। তাই ২০১৯ সালেই পরবর্তী সংসদ নির্বাচন হবে।

বিএনপির বিরুদ্ধে রুখে দাড়াতে জনগণ রাজপথে নেমে গেছে বলেও জানান তিনি।

এসময় স্বাচিপ’র মহাসচিব ডা. ইকবাল আর্সনালসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হরতাল অবরোধের নামে দেশব্যপী বিএনপি জামায়াতের সহিংসতার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে স্বাচিপ।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test