E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে

২০১৫ ফেব্রুয়ারি ১৭ ২২:৩৭:৪৪
বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে

স্টাফ রিপোর্টার : মিছিল-মিটিংয়ের উপর সরকারি নিষেধাজ্ঞার সমালোচনা করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মিছিল-মিটিং করতে না দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। এভাবে চললে দেশ জাহান্নামে পরিণত হবে। জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বিকালে জেএসডি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জেএসডি সভাপতি বলেন, বোমা কারা মারছে? আইনশৃংঙ্খলাবাহিনী তা ধরতে পারছে না। এটা কি ব্যর্থতা না?

তিনি আরও বলেন, অবিলম্বে সংবিধান সংশোধন করে উচ্চকক্ষ গঠন করতে হবে, জাতীয় সংলাপ করতে হবে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, স্বামী মারা গেলে, ছেলে মারা গেলে দৌড়ে যান আবেগ দেখাতে। কিন্তু জাতির স্বার্থে আপনারা সংলাপে বসতে পারেন না।

এছাড়া জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনও বক্তব্য রাখেন।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test