E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অভিজিৎ হত্যাকারীদের বিচারের দাবিতে ৪ দিনের আল্টিমেটাম

২০১৫ ফেব্রুয়ারি ২৮ ১৪:২৭:৫৩
অভিজিৎ হত্যাকারীদের বিচারের দাবিতে ৪ দিনের আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি : লেখক, ব্লগার ও শিক্ষক অভিজিৎ রায় হত্যাকারীদের বিচারের দাবিতে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক।

তিনি বলেন, অভিজিৎকে পুলিশের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটি খুবই উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই। হত্যার দু’দিন অতিক্রম হলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্বেগ আমরা দেখছি না। আমরা চাই আগামী ৪ মার্চের মধ্যে সরকার হত্যাকারীদের গ্রেফতার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। অন্যথায় দাবি আদায়ে প্রগতিশীল ছাত্রজোট সারা দেশে কঠোর কর্মসূচি দেবে।

এ সময় তিনি চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১ মার্চ সকাল থেকে কালোব্যাজ ধারণ, ২ মার্চ ঢাবিতে ছাত্র ধর্মঘট ও সারা দেশে বিক্ষোভ, ৩ মার্চ বিকাল ৩টায় শাহবাগে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ, ৪ মার্চ বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান।

এদিকে, মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শেষে দুপুরে কালোব্যাজ ধারণ করে ক্যাম্পাস বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজোট। এসময় অভিজিৎ হত্যার দ্রুত বিচার, ক্যাম্পাসের নিরাপত্তা ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার, ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবালুল কবির, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test