E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘হত্যাকারীদের সাথে সংলাপ হতে পারে না’

২০১৫ মার্চ ০৩ ১৫:২৮:২০
‘হত্যাকারীদের সাথে সংলাপ হতে পারে না’

মাগুরা প্রতিনিধি : পেট্রোলবোমা মেরে যারা মানুষ খুন করে তাদের সাথে কোন সংলাপ হতে পারে না। আগে সন্ত্রাস নির্মূল করতে হবে তারপর সংলাপ। আজ মঙ্গলবার দুপুরে মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি আরো বলেন, পেট্রোলবোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকরা, ককটেল মেরে সাধারণ মানুষকে আহত করা মানবাধিকারের চরম লংঘন। এ হুমকিকে মোকাবেলা করতে সরাদেশে সুস্থ চিন্তার মানুষকে একত্রিত হতে হবে।’ এ সময় তিনি ব্লগার অভিজিত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আশা প্রকাশ করেন। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও অন্যরা। আজ মঙ্গলবার শহরের আসাদুজ্জামান মিলনায়তনে ‘সহিংসতা ও মানবাধিকার’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি মাগুরায় আসেন। জাতীয় মানবাধিকার কমিশন ও বেসরকারি সংস্থা ‘পার্টনার্স ইন ডেভেলপমেন্ট(পিআইডি)’র যৌথ আয়োজনে সেমিনারে সহিংসতা ও মানবাধিকার বিষয়ক নিবন্ধ তুলে ধরেন অধ্যাপক আবু জায়েদ মহম্মদ। পিআইডির সভাপতি আলহাজ্ব মোঃ আকিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট কে জামান, পিআইডির সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম প্রমুখ। সেমিনারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সহিংসতার বিপরীতে মানবাধিকার সুরক্ষায় জন সচেতনতা বৃদ্ধির জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

(ডিসি/পিবি/মার্চ ০৩,২০১৫)




পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test