E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘এবার ইলিয়াস আলীকেও হাজির করুন’

২০১৫ মে ১৫ ১৯:০৩:৫৬
‘এবার ইলিয়াস আলীকেও হাজির করুন’

গাজীপুর প্রতিনিধি : বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনকে আপনারা হাজির করেছেন। এবার ইলিয়াস আলীকেও হাজির করুন। কারণ দেখা যাবে ইলিয়াস আলীও শেষ পর্যন্ত তাদের চক্রান্তের শিকার হয়েছেন অথবা তাদের চক্রান্তের ফসল হিসেবে কাজ করছে।

শুক্রবার দুপুরে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের অডিটোরিয়ামে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ’ এর একাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

মেনন বলেন, সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ ছিলেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া তাকে হাজির করতে আল্টিমেটাম দিলেন। দেখা গেল সরকারের তাকে হাজির করার প্রয়োজন হয় নাই। তিনি নিজেই হাজির হয়ে গেছেন এবং বলছেন, তিনি বলতে পারেন না কেমন করে ভারতে গেলেন।

মন্ত্রী আরো বলেন, তার (সালাহ উদ্দিনের) ছবি দেখলে বোঝা যায়- তাকে যদি অপহরণ বা গুম করা হতো তাহলে নিশ্চয়ই তার দাড়ি কামানো থাকতো না, চুলগুলো এত সুন্দর করে কাটা থাকতো না, জুতায় পালিশ করা থাকতো না, পরনের যে কাপড়টি আছে তার ভাজ নষ্ট ছিল না। সেখানে আমরা বলতে চাই, এই যে গুম খুনের নাটক সৃষ্টি করছিল ২০ দল। এর মধ্য দিয়ে দেশের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। সেটা তারা করতে পারে নাই।

সংগঠনের সভাপতি কমরেড হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফি উদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাংগাঠনিক সম্পাদক সেকান্দর আলী, দিদারুল আলম চৌধুরী, জাকির হোসেন, মামুন হোসেন ও অশোক সরকার প্রমুখ।

(ওএস/এএস/মে ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test