E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ৬টি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হযেছে’

২০১৪ মে ১৭ ১৫:৩৯:২৮
‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ৬টি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হযেছে’

স্টাফ রির্পোটার : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা গেছে বলে দাবি করেছেন ।

শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি-৩২ এ স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এ দাবি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ ৩৩তম প্রত্যার্বতন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ইনু বলেন, শেখ হাসিনা দেশে আসার পর সামরিক শাসনবিরোধী আন্দোলন, জঙ্গিবাদ দমন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধীদের বিচার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, নারীর ক্ষমতায়ন ও কৃষকের পক্ষে অবস্থানের মতো ছয়টি গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

(ওএস/এএস/মে ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test