E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি বিএনপির

২০১৫ সেপ্টেম্বর ২০ ১৫:৪২:০৪
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার:মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে প্রকাশিত ফলাফল বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। রবিবার সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই দাবি জানান।

আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটি একটি জাল পরীক্ষা ছিল। স্বাস্থ্য অধিদফতর আজ ফলাফল ঘোষণা করেছে, তা অবশ্যই বাতিল করতে হবে।

তিনি বলেন, সরকার বলছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। যদি তা নাই হয় তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সহকারী পরিচালকসহ কয়েকজনকে র্যাব কেন গ্রেফতার করল?

সরকারের উদ্দেশে আসাদুজ্জামান রিপন বলেন, আমরা দেখেছি, বিসিএস পরীক্ষার ফল বাতিল করা হয়েছিল। সুতরাং মেডিকেল কলেজের পরীক্ষার ফলাফল বাতিল করলে সরকারের পরাজয় ঘটবে না।

এসময় প্রশ্ন ফাঁস বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহিন, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


(ওএস/এসসি/সেপ্টেম্বর২০,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test