E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে’

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৮:০২:৫৭
‘আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে’

স্টাফ রিপোর্টার : ‘সচিবালয়ের দ্বিতীয় শ্রেণীর প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার বিষয়ে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে। শুধু তাই নয়, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনরায় বহালসহ সহকারি সচিব পদে পদোন্নতির সুযোগ বৃদ্ধির বিষয়গুলোও বিবেচিত হবে’- বলেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনাদের সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে সমাধানে সরকার সচেষ্ট থাকবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স (পিও) অ্যাসোসিয়েশনের নতুন কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

অ্যাসোসিয়েশনের সদস্যরা অষ্টম জাতীয় পে-স্কেলে বিভিন্ন উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান। বিশেষ করে নতুন পে-স্কেলে জীবনমানের উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতার বিষয় প্রতিফলিত হওয়ায় এবং নববর্ষ ভাতা চালু এবং পেনশন ভাতার হার বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জানান তারা। তবে নেতারা বিদ্যমান সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করায় ক্ষোভও প্রকাশ করেন।

পিও অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল কুদ্দুস খান ও সাধারণ সম্পাদক এস এম ফরিদ আহম্মেদসহ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. কবিরউদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন ও নির্বাহী সদস্য আলমগীর হোসেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test