E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘বিএনপির রাজনীতিতে জনগণ ভরসা করে না’

২০১৫ অক্টোবর ৩০ ১৩:৫১:৫৫
‘বিএনপির রাজনীতিতে জনগণ ভরসা করে না’

স্টাফ রিপোর্টার : সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলের অনেক নেতাই বিএনপিকে গুডবাই জানাবে। দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এ প্রক্রিয়া শুরু করেছেন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতিতে জনগণ ভরসা করে না। সেজন্য বিএনপি থেকে অনেকে বেরিয়ে আসছেন।

শমসের মবিনের উক্তি উল্লেখ করে তিনি বলেন, শমসের মবিন নিজেই বলেছেন, ‘বিএনপির অনেক কর্মকাণ্ড তার পছন্দের নয়। বর্তমান বিএনপি আগের আর্দশে নেই।’

বিএনপি ভাড়াটে খুনির দলে পরিণত হয়েছে। এজন্য শমসের মবিনের মত নেতারা দল থেকে পদত্যাগ করেছেন। বিএনপি এখন আন্ডার গ্রাউন্ড থেকে পরিচালিত হয়। পেশাদার খুনি সন্ত্রাসীদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ।

লন্ডনে বসে খালেদা জিয়া বাংলাদেশে কিভাবে বিদেশি নাগরিকদের হত্যা করা যায় এ বিষয়ে ষড়যন্ত্র করছেন। তার এ মিশন সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে প্রতিদ্বন্ধী হবে প্রগতিশীলরা। তাদের কোনো প্রতিপক্ষ থাকবে না। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলেও জানান হাসান মাহমুদ।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test