E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ওয়ার্কার্স পার্টিরও দাবি নির্বাচন পেছানোর

২০১৫ নভেম্বর ২৭ ১৮:৩০:৪৪
ওয়ার্কার্স পার্টিরও দাবি নির্বাচন পেছানোর

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও পৌরসভা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। দলটি মনে করছে, নির্বাচনের তফসিলও আর কিছুদিন পিছিয়ে দেওয়া দরকার। দলটি এসব বিষয় নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পাঠাবে।

দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ কথা বলেন। তাঁরা সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ রাখারও দাবি জানিয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটও পৌর নির্বাচন অন্তত ১৫ দিন পেছানোর দাবি জানিয়েছে।

মেনন ও বাদশা তাঁদের বিবৃতিতে বলেন, দলীয়ভাবে ও দলীয় প্রতীকে প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। ওয়ার্কার্স পার্টি এটিকে দৃঢ়ভাবে সমর্থন করে। এ ক্ষেত্রে দলগুলোকে প্রার্থী বাছাই ও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময়ের প্রয়োজন।

তাঁদের দাবি, নির্বাচন কমিশন নিজেও এ ব্যাপারে সঠিকভাবে প্রস্তুত নয়, সেটা তাদের আচরণে লক্ষণীয়। কমিশন এই নির্বাচন ও আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সামান্যতম মতবিনিময়ও করেনি। কেবল তা-ই নয়, পৌরসভা নির্বাচন, আচরণবিধি এবং নির্বাচনসংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ে কমিশনের বক্তব্যের মধ্যে অসংগতি লক্ষ্য করা যাচ্ছে।

দলের শীর্ষ দুই নেতা বলেন, ওয়ার্কার্স পার্টি মনে করে, আইনি বাধ্যবাধকতার কথা বলে তাড়াহুড়োর মাধ্যমে এই নির্বাচন করা হলে দলীয়ভাবে নির্বাচন করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে আরও বিভ্রান্তি তৈরি হবে। ওয়ার্কার্স পার্টি আশা করে, নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করবে।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test