E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়ন দাখিল

২০১৫ ডিসেম্বর ০২ ২৩:১৬:০২
কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়ন দাখিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার।

বুধবার বিকাল সাড়ে ৪টায় সহকারী রিটানিং অফিসার ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা এবিএম সিদ্দিকুর রহমানের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী এস এম মঞ্জুরুল আহসান, প্রবীন নেতা মোজাম্মেল হক মুন্সী, মো, নজির আহমেদ, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড.খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন মৃধা, নাসির উদ্দিন আহমেদ রতন প্রমুখ। এ সময় কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভার বিএনপি সমর্থিত ১৪ জন কাউন্সিলর প্রার্থীও মনোনয়ন দাখিল করেন।

(এমকেআর/এএস/ডিসেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test