E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শরীয়তপুর পৌরসভায় সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী 

২০১৫ ডিসেম্বর ২০ ১৭:৩৩:৫৯
শরীয়তপুর পৌরসভায় সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী 

শরীয়তপুর প্রতিনিধি : আসন্ন পৌরসভা নির্বাচনে শরীয়তপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুখ আহমেদ তালুকদার দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থী রফিকুল ইসলামা কোতোয়ালের পক্ষে তার সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দিতা থেকে সড়ে দাঁড়িয়েছেন। ফলে এ পৌরসভায় এখন আ.লীগের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন রফিক কোতোয়াল।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার সময় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দলীয় কার্যালয়ে শরীয়তপুর পৌরসভার সরকার দলীয় প্রার্থী ও একই দলের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতি মন্ডলীর সদস্য ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হক এমপি, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আ‘লীগের কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মুন্সি, অর্থ বিষয়ক সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক প্রমূখ।

সূত্র জানায়, গত ৩ ডিসেম্বর দলীয় মনোনয়ন প্রাপ্ত হিসেবে রফিকুল ইসলাম কোতোয়াল মনোনয়পত্র দাখিল করেন। একই দলের জেলা কমিটির প্রভাবশালী সদস্য ফারুখ আহমেদ তালুকদারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। ৬ ডিসেম্বর বাছাই পর্বে রফিকুল ইসলামের মনোনয়ন অবৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা। ৭ ডিসেম্বর দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষরিত পূনরায় দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক প্রদানের জন্য একটি চিঠি পাঠানো হয় শরীয়তপুর রিটার্নিং কর্মকর্তার বরাবরে। বিষয়টি বিধিসম্মত না হওয়ায় ফারুখ আহমেদকে দলীয় মনোনয়ন বা নৌকা প্রতীক বরাদ্দে অপারগতা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইতিমধ্যে উচ্চ আদলতে রিট করে মনোনয়ন পত্রের বৈধতা ফিরে পান রফিক কোতোয়াল। ফারুখ তালুকদারও নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনী প্ররাচনা শুরু করলে এলাকায় ভোটরদের মাঝে দ্বিধাদন্দের সৃষ্টি হতে থাকে। বিষয়টি দলকে গভীরভাবে ভাকিয়ে তুললে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শনিবার দুই প্রার্থীর মধ্যে সমঝোতা করা হয়।

ফারুখ আহমেদ তালুদার বলেন, আমি আওয়ামী লীগ করি। দলের বৃহত্তর স্বার্থে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সড়ে দাড়িয়েছি।

রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, ফারুখ আহমেদ আমার বড় ভাই। তিনি আমাকে সমর্থন জানিয়ে সড়ে দাঁড়িয়েছেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এখন আর দলীয় বিজয়ের ব্যাপারে আমাদের কোন সংশয় রইলো না।

(কেএনআই/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test