E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘খালেদাকে আবার লন্ডন পাঠান’

২০১৫ ডিসেম্বর ২২ ১৫:০৯:৩১
‘খালেদাকে আবার লন্ডন পাঠান’

স্টাফ রিপোর্টার : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতাদের প্রতি মেডিক্যাল টিম গঠন করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘লন্ডন থেকে আপনাদের নেত্রীর পুরো চিকিৎসা করিয়ে আনেন। তাকে আবার লন্ডন পাঠান। আপনারা তার চিকিৎসা করতে না পারলে আমাদের স্বাধীনতা চিকিৎসা পরিষদ এজন্য মেডিক্যাল টিম গঠন করবে।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।

বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাকের ছেলে সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আবারো শোনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু আপসকামী হলে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। জীবনের ঝুঁকি নিয়ে তাকে জেলে যেতে হতো না, ফাঁসির আসামি হতে হতো না।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া সচেতনভাবে কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন। পুরো মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করার নীলনকশা হিসেবে তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

তিনি বলেন, সম্ভবত তার (খালেদা জিয়া) কাছে জামায়াত মুক্তিযোদ্ধাদের দল। যে দল মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, সেই জামায়াতের সঙ্গেই জোট বেঁধেছেন তিনি। আর জামায়াত তো পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরেছে। সেজন্যই খালেদা জিয়ার কাছে সম্ভবত জামায়াতই মুক্তিযুদ্ধের দল।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test