E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরে আওয়ামীলীগ নেতাদের বাসায় পুলিশ!

২০১৬ জুন ০৭ ০২:১৫:৫০
ফরিদপুরে আওয়ামীলীগ নেতাদের বাসায় পুলিশ!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পুলিশ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক ও ফরিদপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খান এবং ইউরোপীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হকের খোঁজে তাদের ফরিদপুর শহরের আলীপুরের বাড়িতে গিয়েছিল।

এ সময় পুলিশ বাড়ির লোকজনের কাছে ওই নেতাদের অবস্থান জানতে চায়। তারা বাড়িতে না থাকায় পুলিশ চলে যায়। পুলিশ অবশ্য ওই সময় আলীপুরে ব্যবসায়ী গোলাম রব্বানি খান মুনের বাড়িতেও যায়।

আওয়ামীলীগ নেতাদের বাড়িতে পুলিশ হানার খবরটি জানাজানি হলে ফরিদপুরে আওয়ামী রাজনীতিতে কোনঠাসা নেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এব্যাপারে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি কোতোয়ালি থানার অফিসার ইন চার্জকে বলেছি, ফরিদপুরের কোনও আওয়ামীলীগ নেতাকে আটক করবার আগে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করতে হবে। সৈয়দ মাসুদ আরও বলেন, আমি এসপি সাহেবকে টেলিফোনে আওয়ামীলীগ নেতাদের বাড়িতে পুলিশ কেন জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান এবং বিস্তারিত জেনে জানানোর প্রতিশ্রুতি দেন। কিন্তু এসপি সাহেব পরে আর কিছু জানাননি।

সৈয়দ মাসুদ উত্তরাধিকার ৭১ নিউজকে আরও জানান, যাদের বাড়িতে পুলিশ গিয়েছিল তারা দীর্ঘদিন ফরিদপুরে থাকেন না, এটা পুলিশও ভালো জানে। তারপরও তাদের বাড়িতে কেন পুলিশ হানা দিল, তা বেশ রহস্যের।

(ওএস/অ/জুন ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test