E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

এবার বিএনপিকে অবৈধ বললেন হানিফ

২০১৪ জুন ১১ ১৪:১০:৩৯
এবার বিএনপিকে অবৈধ বললেন হানিফ

স্টাফ রিপোর্টার : বিএনপি’র জন্ম অবৈধভাবে, তাই তাদের কাউকে অবৈধ বলার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও চলচ্চিত্র নির্মাতা বাদল রহমানের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সংগঠনটি এ সভার আয়োজন করে।

সম্প্রতি জাতীয় বাজেট নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘অবৈধ সরকারের অবৈধ বাজেট’ মন্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি কাউকে অবৈধ বলার নৈতিক অধিকার রাখেনা। কারণ তাদের জন্মই অবৈধভাবে। এ ধরণের মন্তব্য করে করে হয়তো তাদের হতাশা কাটলে কোনো লাভ হবে না।

তিনি বলেন, সিঙ্গাপুরে খালেদা জিয়ার যাওয়ার কথা থাকলেও তা পরিবর্তন হয়েছে। নতুন কোনো ষড়যন্ত্র করার জন্যই তিনি সিঙ্গাপুরে যাচ্ছিলেন এটা পরিষ্কার হয়ে যাওয়ায় সফরের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।

তারেক রহমান অর্ধশিক্ষিত ব্যক্তি। তার পক্ষে ইতিহাস নিয়ে কথা বলা সম্ভব নয়। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তাকে দিয়ে এসব কথা বলাচ্ছে বলেও এসময় মন্তব্য করেন হানিফ।

সভায় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পিযুষ বন্দোপাধ্যায় বলেন, বাদল রহমান মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি একাধারে চলচ্চিত্র নির্মাতা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী এবং ভালো সংগঠক ছিলেন।

(ওএস/এটিআর/জুন ১১, ১০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test