E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘বিএনপিজোট জঙ্গিবাদের মন্ত্রে ছেলেমেয়েদের বিভ্রান্ত করছে’

২০১৭ এপ্রিল ০৭ ২৩:২৩:৪২
‘বিএনপিজোট জঙ্গিবাদের মন্ত্রে ছেলেমেয়েদের বিভ্রান্ত করছে’

নীলফামারী প্রতিনিধি : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জঙ্গিবাদের মন্ত্রে বিএনপিজোট কোমলমতি ছেলেমেয়েদের বিভ্রান্ত করছে।

৭ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, তখন নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপিসহ জোটের অন্যান্য দল। জঙ্গিবাদের মন্ত্রে তারা কোমলমতি ছেলেমেয়েদের বিভ্রান্ত করছে, তাদের আত্মঘাতী করে তুলছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদের উত্থানের পথ প্রশ্বস্ত হয়। এরপর চারদলীয় জোটের পৃষ্টপোষকতায় তা মাথাচাড়া দেয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংস্কৃতিমন্ত্রী বলেন, সংগঠন করে ঘরে বসে থাকলে হবে না। সরকারের উন্নয়নের বার্তা গ্রামের মানুষের কাছে তুলে ধরতে হবে।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test