E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন

২০২১ নভেম্বর ২৭ ২০:০০:০৯
বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন

বগুড়া প্রতিনিধি : বগুড়া লেখক চক্রের আয়োজনে তিন দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা পাওয়া পাঁচজন হলেন- কবিতায় সরকার মাসুদ, কথাসাহিত্যে মনি হায়দার, লোকসাহিত্যে তপন বাগচী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী এবং সাংবাদিকতায় আরিফ রেহমান।

সম্মাননা পর্বের প্রধান অতিথি অভিনেতা ও অনুবাদক খায়রুল আলম সবুজ তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমেদ। শিল্পী অলক পালের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, কবি মাকিদ হায়দার, কবি মাহমুদ কামাল, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test