E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বদরুল হায়দার’র তিনটি কবিতা

২০২২ এপ্রিল ৩০ ১৭:৩৯:৪০
বদরুল হায়দার’র তিনটি কবিতা







 

শব্দের শহর ঢাকা

শব্দের শহর ঢাকা তবুও বকেয়া থাকে
প্রিয়াদের হাজারো না বলা কথা।
শত সমঝোতা নৈঃশব্দের অপ্রিয় ব্যথা
নত উদারতা শেষে বঙ্গাব্দের সেলিব্রেট ক্রাইসিসে
প্রতিটি প্রহর জুড়ে ছিটমহল আঙ্গরপোতা
প্রতারিত জীবন খাতায় লিখে হার-জেতা।
লেনাদেনার বেড়াজালে হৃদয় শহরে
শাপবরে প্রীতি কূটনীতি চালে
সমস্যা ও সম্ভাবনা বাস করে রসাতলে।
সব ফাঁকা শুধু বাঁকা চোখে রঙিলা নাটকে
প্রতিযোগিতার নাকানি চুবানি মেখে
শাঁখা ও চুঁড়ির গোঁজামিলে হয়েছে অপরিচিতা।
ঝাকানাকা ঝনঝন পাকা মনে ঢাকা
গা ঢাকা কৌশলে আঁকাবাঁকা রেখা টেনে
ইটেঘেরা টাকার পাহারা মেনে
টমটমের ওজনে ধরে রাখে আল্লারাখা।

পুণর্জন্ম

বালিহাসে উড়ে যাচ্ছে স্বপ্নসাধ।
আমি সমগ্র আকাশ হয়ে সূর্য চাঁদ
দিনরাত শান্ত অবসাদ নিয়ে গড়ে তুলি
নতুন আবাদ।
জলবায়ুর আয়ুর সাথে
শত ধ্যানজ্ঞান সাধনারা জন্ম দেয়
নদীমাতৃকতায় শতায়ু প্রেমধারা।
আমি শুধু উপলক্ষে সমকক্ষের সাগরে
সত্য সুন্দরের পক্ষে আর নত বিপক্ষের
বিরুদ্ধে ঐক্যের জয়গান করি।
প্রাণ কবিতা ও গানে ঋতুভেদে চির জাগরণ।
আমি আষাঢ় শ্রাবণে খুঁজি আলোকিত মন
যে জন নিজেকে চিনে ঋণ করে আপন জীবন।
জন্ম শুধু সোনার বাংলা জুড়ে তার চেয়ে
অধিক গর্বের ধ্যান জেগে থাকে কবির অন্তরে।
তুমি চোখ খোলো আমি কবিতার মূলে খুঁজি
শুদ্ধ সুপথ ও আনন্দের গুপ্ত আলো।

ইভটিজিং মানে রঙিন স্বপ্নের ছিনতাই

মনের বনের পাখি স্বযত্নে লালন করে
কালাকানুন পালন শেষে তোমার মঞ্জিলে পৌঁছে যাই।
পাষাণ আনন্দে জয়ধ্বনি চলে তোমার সীমান্তে।
নিঃসীমতার নিবন্ধনে শনির কবলে আমি মনের অজান্তে
ঘাটতির আশঙ্কায় তুচ্ছ ইস্যুতে জড়িয়ে পড়ি।
চলতি ইভটিজিং মানে রঙিন স্বপ্নের ছিনতাই।
তোমার ঘরোয়া ভিজিটিং মন আততায়ী যানে
জীবন ভ্রমণে খোঁজে পোয়াভরা সময় রির্টাণ
স্বপ্নের জানালা খুলে যায় অভিসারে।
হৃদয় সার্ভারে পালা পার্বনের সংসার হয়
সুবিধাবাদীর কারবার।
পার্থক্য হৃদয় জানে। স্বীকৃতি ও গ্যারান্টির টানে
তুমি স্বয়ংক্রিয় সংযোজনে আনো প্যাকেজ বোনাস।
ডায়াল ও ট্রায়ালের দ্বিগুণ বাজার দরে তুমি
গ্রাম ও শহরে করো লগইন ওয়ারেন্টি চাষ। আমি
কাণ্ট্রিসঙ সেরে ফ্যান্টাসির ঘরে সুচকের মহামূল্য হ্রাস।

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test