E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’

২০২২ আগস্ট ১৫ ২০:১৪:৩২
টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : আগামী ২১ আগস্ট ২০২২ রবিবার কানাডার টরণ্টোয় আয়োজন করা হয়েছে আবৃত্তির শুদ্ধজন ও বাংলাদেশের বিশিষ্ট বাচিক শিল্পী বেলায়েত হোসেনকে নিয়ে একক অনুষ্ঠান 'আবৃত্তি আলাপন'। সেখানকার বাঙালি কমিউনিটির সাংস্কৃতিক সংগঠন 'বাচনিক'-এর আয়োজনে এই 'আবৃত্তি আলাপন' অনুষ্ঠানটি হবে টরণ্টোর ড্যানফোর্থ এভিনিউয়ের গোল্ডেন এইজ সেন্টারে।

আগামী ২১ আগস্ট ২০২২ রবিবার সন্ধ্যা ৭টায় কানাডায় বসবাসরত কাব্যপ্রেমী বিশিষ্টজনেরা ছাড়াও বাঙালি কমিউনিটির বহু মানুষ বেলায়েত হোসেনের এই 'আবৃত্তি আলাপন' উপভোগ করবেন বলেই জানিয়েছে আয়োজক সংগঠন 'বাচনিক'।

(পিএস/এসপি/আগস্ট ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test