E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মোহাম্মদের জন্মদিন 

২০২২ অক্টোবর ০৯ ১৭:৪২:৩৯
মোহাম্মদের জন্মদিন 







 

মনিরুজ্জামান প্রমউখ

জন্ম এক আদিখ্যেতার নাম
ওহো লুলু আহা হাহা যার স্বাগতম দাম।
বিশ্বনবীর জন্মের কথা জানে সবাই
ওহী নিয়ে এসেছিলেন ধরায় সকলের ননাই।

উৎসবের যে ধারা প্রচলিত সাধারণ্য মনে
তার সাথে মিলিয়ে ফেলে জানার অজান্তে।
পৃথিবীর নানান প্রান্তে উৎসবের ধরণ ভিন্ন
নবী করীমের জন্মোৎসব মনে রেখো এক, অভিন্ন।

ঈদে মিলাদুন্নবী বলো আর নবী দিবস বলো
জন্মদিনের মহত্বে দিলে যেনো থাকে ইসলামত্ব।
মোহাম্মদের নামে দরুদ পড়ো, উৎসর্গে রোজা রাখো,
আরো পড়ো নফল নামাজ, বিরুদ্ধ ব্যঞ্জনা বন্ধ করো।

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test