E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তবুও তোর কথা মনে পড়ে

২০২৩ জানুয়ারি ১৪ ১৮:৩৬:২৬
তবুও তোর কথা মনে পড়ে







 

অমল তালুকদার

মহাকালের এই যাত্রাপথে
যদি তোর সঙ্গে ফের দেখা হয়;

মনুষ্য জঞ্জালের এই বেড়াজাল ছিন্ন করে
কোনো এক পর্বতারোহীর রথের সারথী হবো

পাহাড়ের শব্দহীন চুড়ায় যুগ-যুগান্তর রবো পলকহীন
যেখানে থাকবেনা ধর্মান্ধতা আর কুপমন্ডকতা

এখন এখানে করিস নে আর শুদ্ধ ভালবাসার চর্চা
অস্থির মৌলতান্ত্রিক হিংসার রাজ্য প্রেমের জন্য নয়

যদি তোর সঙ্গে প্রাণহীন কোনো স্টেশনে দেখা মেলে
একবার হাতে হাত রেখে ছুঁয়ে দেবো তোকে..!

এই জনারণ্য চরম হিংস্রতা আর নিষ্ঠুরতায় ঠাসা
সাম্যহীন সাম্প্রদায়িকতার চরম উর্বর ভূমি

এখানে এখন সাম্যের কবি আর দ্রোহের কবিপ্রাণ থমকে দাড়ায়; মৃত্যুঘটে আতুড়ঘরের অন্ধকারে

নজরুলের প্রমিলা আর নার্গিস বুঝি বা মহাঘুমে
তবুও তুই অন্তত আস্থা রাখিস এই অধম কবিপ্রাণে

প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ এখনও তাড়া করে ফেরে
মাঝরাতে স্বপ্নেরা কেনোযেনো এখোনো হামাগুড়ি দেয়

সেই প্রাণচঞ্চল নৌবন্দরটির আজ আর হাকডাক নেই
দাপুটে সড়কযান কেড়ে নিয়েছে তোরমতো সকল যাত্রী

প্রাণহীন এই স্টেশনে দাড়িয়ে আছি ঠায়..
যদি হঠাৎ তুই নেকাব খুলে ঝামটা মারিস... "এখনো বিয়ে করোনি কেনো?"

যদি আর দেখা না হয় ; রাতের এই অন্ধকারে তুই তারা হয়ে জ্বলে থাকিস কোনো প্রেমিক হৃদমাঝারে

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test