E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বদরুল হায়দার’র কবিতা

২০২৩ মার্চ ০২ ১৫:২২:৪১
বদরুল হায়দার’র কবিতা







 

হেমন্তের গান

অব্যাহত মনের লোড শেডিঙে তোমাকে আলাদা করা
কষ্টকর। সচরাচর স্বাভাবিকতায় পালাক্রমে আত্মহারা
হেমন্তের গানে গড়ো হৃদয় নগর।

শুল্কমুক্ত প্রেমের দাবিতে প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রেম
সহায়তার জীবন দেবতার কাছে নত হয় অভিমান।
দ্বৈত নীতিতে অবগতির মনগড়া রীতির অনুশীলনে
চূড়ান্ত মাকাল ফলে সবুরে মেওয়া ভুলে
ঐতিহ্য ঐশ্বর্য মিলে ভাগ করে ঘোলাজল।
আক্কেল ভুলের মক্কেলের মাসুলে আবেগে
কাঁদে দুঃখের না-বলা আগুন।

নদীমাতৃকতা ধ্যানে কার্তিক অগ্রহায়ণে মনে জাগে
শিহরণ। অরক্ষিত প্রেমের সড়কে হৃদয়ের পর্যবেক্ষণে
উজাড় হচ্ছে পণ।
সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতার বিকল্প নেই।
মনের অববাহিকায় তুমি বাস করো। আমি
দায় স্বীকারের সত্য হাওয়ায় হেমন্তের
ঋতু বদলের মনে নিজেকে ভুলতে থাকি।

হাইব্রিড ভাবের সাগরে
স্মৃতির পাতার বুকে জেগে থাকি সারারাত। চাঁদ
কপালে আঁতাত করি বেদনায় খরার প্রভাত।
মুছে ফেলা অপেক্ষার আলৌকিক বসন্তের খেলা
দীর্ঘশ্বাসে অবেলা দুপুরে দিলখোলা স্বপ্নের সিঁড়িতে
হাতছানি দেয় তোমার আঘাত।

বীণাপানির তরীর কিনারে বাসা বাঁধে মন। তুমি
স্বপ্ন পূরণে পরীর অপবাদে মোহনীয় হাসিবন থেকে
নির্বাসিত করো প্রয়োজন।

বাকির নামই ফাঁকি। তুমি আন্তরিক মাখামাখিতেও
নগদ বাকিতে মিনাক্ষীর হাসি মেখে বাক্যবান চোখে
খোঁজো দর্শন।

হাইব্রিড ভাবের সাগরে কল্পনার পারাপারে
মনেরা উধাও হতে চায় সাধনার পরম আঁধারে।
তোমাদের কুটচালে হই অমূল্য সম্পদ।

বখে যাওয়ার বিবাদী মোড়কে শত সংঘাত
বাদ অপবাদ হয়ে দুঃখের নামে বাতিল ও হরিলুটে
করে আবেগের রদ।

বড় প্রয়োজন স্বপ্নকে হৃদয় দিয়ে দেখা। রেখা টেনে
প্রেমায়োজনে সুজনে প্রতীক্ষার কাছে ব্যাখ্যার অতীতে
রক্ষা করা দরকার মনের দুর্ভোগ।

তুমি অবেলার দিলখোলা। আমি গড়িয়া মেলায়
রঙের অবহেলায় ভুলে থাকি নববর্ষ উপভোগ
হৃদয়ের অভিযোগে।

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test