E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১২ জন নারী কবি পেলেন অগ্নিকন্যা সম্মাননা

২০২৪ মার্চ ০৯ ১৮:৪১:২৩
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১২ জন নারী কবি পেলেন অগ্নিকন্যা সম্মাননা

শেখ ফয়েজ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ঢাকার কমলাপুর কবি জসীম উদদীন এর বাড়িতে শনিবার বিকেলে কবি সংসদ এর উদ্যোগে অগ্নিকন্যা সম্মাননা ২০২৪ পদক প্রদান অনুষ্ঠান হয়েছে। এই সভায়  প্রধান অতিথি ছিলেন কবি ইমরোজ সোহেল।

উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন, কবি তৌহিদুল ইসলাম কনক, কবি আসাদ কাজল।

উক্ত অনুষ্ঠানে অগ্নিকন্যা সম্মাননা ২০২৪ পদক যারা পেলেন, কবি বৃষ্টি মিনা, কবি জাকিয়া সুলতানা, কবি সুবর্ণা দাস, কবি শোভা চৌধুরী, কবি সেতু পারবেজ, কবি পুষ্প, কবি আরিফা মিলি, কবি আফরিন পারভীন, কবি রওশন আরা, কবি অধরা ইসলাম, কবি আফসানা ইসলাম, কবি জেসমিন, জাহান।

(এসএফএ/এএস/মার্চ ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test