E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সন্ত্রাসীদের ঠাঁই নাই

২০২৫ জুলাই ১৫ ১৬:৫০:২৩
সন্ত্রাসীদের ঠাঁই নাই











 

কাজী ছাব্বীর

সন্ত্রাসীদের দিওনা ভাই
স্বাধীন বাংলায় ঠাঁই
রক্তে কেনা স্বাধীন দেশে মোরা
শান্তিতে বাঁচতে চাই।

লোভের মোহে মানুষ মারা
মহাপাপের কাজ
নরপিশাচদের অপকর্মে মোরা
নেই যে ভালো আজ।

রাজনৈতিক পরিচয়ে যেনো নাহি পায় পার
ঐক্য গড়ো ধরব ওদের হার করিব চুরমার।

এই নেতা সেই নেতা তাদের যত ভক্ত
ছলেবলে কৌশলে ওরা চুষে নিরীহের রক্ত।

নেতা আর চাঁদাবাজ ওরা ভাই ভাই
রক্তে কেনা স্বাধীন দেশে হবেনা ওদের ঠাঁই।

কৃষক শ্রমিক ছাত্রজনতা হও আগুয়ান
সভ্য সমাজ গড়বো মোরা করছি আহবান।

রক্তে কেনা স্বাধীন দেশ রক্ষা করব ভাই
গুণ্ডা মাস্তান সন্ত্রাসী তোদের রক্ষা নাই।

৭১ ও ২৪শে যারা দিয়ে গেছে প্রাণ
কোনো বিনিময়ে হবে নাকো শোধ তাদের প্রতিদান।

সারাদেশে প্রতিরোধ গড়ো
চাদাঁবাজ, দখলদারদের বিরুদ্ধে
শক্ত হস্তে করতে হবে দমন
নেমে যাও যুদ্ধে।

ভয় করোনা রক্তচক্ষু কেউ করোনা দ্বিমত
তোমাদেরে ঠেকায় কে আছে কার হিম্মত।

মাথায় রাখো ৫২-৭১
জাগো ২৪-এর চেতনায়
মব, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার
দেশ উন্নয়নের অন্তরায়।

মা-বোনেরা ঝাণ্ডা হাতে
এসো দলে-বলে
তোমার ছেলে নামছে মাগো...
সন্ত্রাস বিরোধী মিছিলে।

সিংহের মতো গর্জন দাও
ওদের করো শেষ
ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা
এই স্বাধীন বাংলাদেশ।

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test