E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাদল রহমান এর একগুচ্ছ কবিতা 

২০২৬ জানুয়ারি ০৭ ১৭:১৯:৪৭
বাদল রহমান এর একগুচ্ছ কবিতা 












 

কবির সন্ধান

- এই ভূতুড়ে গলিতেই থাকতেন তিনি।
- কী নাম তাঁর?
- স্মরণ নেই। রৌদ্র করোজ্জ্বল মুখ
ঈশ্বরের ভালোবাসার প্রচ্ছায়া সর্বাঙ্গে
তবে তিনি -
ধানের শিষের মতোন সত্যাদিষ্ট কবি।
- শহরের সমস্ত রোদ মাথায় নিয়ে
তিনি কি ফিরতেন ঘরে ?
- হাঁ, এ রকম একটি প্রসন্ন কবিতা
তাঁর কাঁধে সার্বক্ষণিক ঝুলে থাকে।
- ঐ ভগ্নদশা ঘরে দেখুন -
বিষণ্নতার স্তব হয়ে আছে।

অরণ্য রাত্রি তাঁর গলার বৌদ্ধদেব।

নদীর উপমা

তুমি মেঘনার উপমা
তুমি নদী - ভরা কলস।
আমি আরেক লালন তিয়াস আমার বুকের গভীরে।
এতো জল তোমার বুকে তিয়াস মিটায় না
তাকিয়ে রই তোমার স্রোতের দিকে...

বাউলেরও মরণ হয় মরণ পিপাসায়
বাউলেরও মরণ হয় -'ঘাতে অপঘাতে রক্ত ক্ষরণে...
আমারও মরণ হতে পারে এমনি পথে।
তুমি বয়ে চলো দূরের সমতটে
আমার সাধের একতারা তোমার হাতে...

যাওয়া

হেঁটে হেঁটে যাওয়ার চেয়ে
মাটিতে বুক ঘষে ঘষে যাওয়াটা শ্রেয় ছিলো
সে বুঝতো তুমি কতোটুকু ভালোবাস তাকে
বুকের ভেতর ঢুকে যেতো মাটির সোঁদাগন্ধ
বুকে মিশে যেতো গোটা পৃথিবী।


সীমাবদ্ধতা

এমন কিছু ঘটনা আছে
মনে পড়লে যন্ত্রণা বাড়ায়।

এমন কিছু স্মৃতি আছে
স্মরণে আনলে কষ্ট ছড়ায়।

এমন কিছু কথা আছে
কারো কাছে যায় না বলা
এ নিয়ে পথ চলা।

পাঠকের মতামত:

১৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test