E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা 

২০২৬ জানুয়ারি ০৯ ১৭:৩০:৫৯
পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা 










 

কনকনে শীত আর অকাল মৃত্যুহেতু -

কনকনে শীত আর ভালো লাগেনা -

হাত-পা শীতের ঠাণ্ডায় অবাধ্য।

ঘুম নেই,কাঁথা মুড়ে বিছানায় থাকি-

আমার এতটুকু সাধ্য ।।

প্রথম প্রভাতের সাক্ষাৎ তার -

কাকপক্ষীর চোখেও জুটেনি যেহেতু ,

কুয়াশা আচ্ছন্নতায় হৃদ কষ্ট যন্ত্রনায়

আমিও মানুষ অকাল মৃত্যুহেতু ।।

যে আগুনে মানুষ পুড়ে

যে আগুনে মানুষ পুড়ে ছাই অঙ্গার

শক্ত কাঠামো মুছে নিস্ক্রিয়তা ধূলিসাৎ -

ক্ষনিকে সময় তোমাতে আহামরি সংসার।

যে আগুন মানুষ পুড়ে রূপ অহমিকা -

কত অপরূপ মেহনিকা তোমাকে রাখিয়া ডুব

যত্নে সূদুর গঠনে শরীর সমানে থাকিবে চুপ!

যে আগুন মানুষ পুড়ে ধ্বংস পরিস্থিতি

যৌবন শুকিয়ে কাঠ অক্ষম স্থিতি

যতোসব মোহমায়া আড়ালে থাকিবে স্মৃতি।

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test