E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

'ফাঁসির আগে কথোপকথন'

২০১৫ নভেম্বর ২২ ১৮:৫৭:৩০
'ফাঁসির আগে কথোপকথন'

নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের(সাকা) চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের ফাঁসি রাত শনিবার দিবাগত রাত ১২.৫৫ মিনিটে কার্যকর করা হয়েছে। আর এরপরই সারাদেশের মানুষ উল্লাসে ফেটে পড়ে।  বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

আর এরই অংশ হিসেবে প্রবাসী ছড়াকার লুৎফর রহমান রিটন সাকা-মুজাহিদকে নিয়ে একটি ছড়া লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। ছড়াটি উত্তরাধিকার ৭১ নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হল:



ফাঁসির আগে কথোপকথন
লুৎফর রহমান রিটন

সাকা কয়—মুজা রে
মাথা কেনো নত তোর? পিঠ কেনো গুঁজা রে!
বিফলে গিয়েছে তোর পাকি বাপ পুজা রে!

মুজা কয়—সাকা রে
খুব বাড় বেড়েছিলি প্রকারে ও আকারে,
প্রমাণিত হয়ে গেছে বুলি তোর ফাঁকা রে!

সাকা কয়—মদ্‌না
বাঙালির খুনে তোর লাল ছিলো বদনা।
জন্মে ভেজাল তোর মা-টা ছিলো কুত্তি!
বাংলায় জল খেয়ে করাচিতে মুত্‌তি!
বদর বাহিনি ন্যাতা বাঞ্চোত বান্দর
প্রেসিডেন্ট বরাবরে ক্ষমা চেয়ে কান ধর্‌!

মুজা কয়—হারামী
আজীবন করেছিস অশ্লীল ভাঁড়ামি!
ভয়াল ট্রাইব্যুনাল দেবে তোকে ঘাঁড়ামি!
সাবমিট করেছিস ভুয়া চিঠিপত্র
প্রেসিডেন্ট বরাবরে দিবি নাকখত্র!
ডলারের বিনিময়ে মার্কিনি বাপরা
বাঁচাতে পারবে না রে! ভিজে গেছে কাপড়া?

দুই খুনি ভুলে গিয়ে শহিদি তামান্না
কেবলই ঝগড়া করে আর করে কান্না!

অতঃপর দুই খুনি টপাটপ ঝুল্ল
ঘাতকের ফাঁসি দেখে জাতি উৎফুল্ল!



(ওএস/অ/নভেম্বর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test