E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

খালেদ রাহী এর কবিতা

২০১৬ জানুয়ারি ০৫ ১৬:৩৮:০৪
খালেদ রাহী এর কবিতা







 

কেবলি হেরে যাই

আমি কেবল হেরে যাই; কেবলি হেরে যাই
সকালে দেখা প্রেমিকের মুখে বিকেলে
শয়তানের মুখোশ।

হেরে যাই; কেবলি হেরে যাই
আহত বাঘিনীর জন্য বাঘের বিষন্ন মুখ
অথচ আহত সঙ্গিনীকে খামচে ধরে প্রেমিক পুরুষ ।

হেরে যাই;কেবলি হেরে যাই
মানুষ আর বাঘ কে বেশি হিংস্র?

ভাবতে ভাবতে দুঃসময় ভাঙি
আর বাঘকে ভালোবাসি।

মানুষকে না
মানুষকে না
সত্যি বলছি মানুষ কে না ।


বেঁচে থাকার গল্প

মরিনি, মরতে মরতে বেঁচে যাই
শত্রুর ঢিল কেবলি কান বরাবর চলে যায়;
কানের ভেতরে কোন রক্তক্ষরণ ডেকে আনেনা ।

মরিনি মরতে মরতে বাঁচি
শত্রুর আঘাত কেবলি পায়ে এসে লাগে;
হাটুতে আঘাত করেনা ।
ফলে হেটে যাই; হাটতে হাটতে খুঁজি
বেঁচে থাকার অভয়ারণ্য।

মরিনি মরতে মরতে
শত্রুকে কেমন আপন আপন লাগে
ফলে, মায়া বসে যায়।


জীবন


জীবনকে কিছু দিই আর না দিই
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়েছি

জীবন কথা কয়
মুখের উপর বলে দেয় মিত্থুক।

আমি অস্বীকার করছিনা
তুমি আমাকে দিয়েছ লখাইয়ের
বাসর ঘরের ফুটো

অবশ্য লিখিবো বিষ মৃত্যু।

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test