E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সন্দেহভাজন ক্রিকেট জুয়াড়ি ভারতীয় নাগরিক ফের গ্রেফতার

২০১৪ এপ্রিল ১৩ ১৬:৩৪:২৮
সন্দেহভাজন ক্রিকেট জুয়াড়ি ভারতীয় নাগরিক ফের গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগে ভারতীয় নাগরিক অতনু দত্তকে ফের গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় প্রথমবার গ্রেফতার হন অতনু।

তার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের (এন্টিকরাপশন এন্ড সিকিউরিটি ইউনিট-আকসু) আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ধরমবীর সিং যাদবের কথোপকথনের তথ্য পাওয়ার দাবি করেছে র‌্যাব।

এর আগে ৩ এপ্রিল বেনাপোলে আটক হন অতনু দত্ত। তার আগে ২১ মার্চ ভারত-পাকিস্তান খেলার সময় সন্দেহবশত গোয়েন্দারা তাকে মিরপুর স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। তখন ধরমবীর সিং যাদব তাকে ছেড়ে দিতে অনুরোধ করেন।

তিনি দাবি করেন, অতনু ম্যাচ ফিঙিং (পাতানো) বিষয়ে তার একজন তথ্যদাতা। ওই সময় আকসুর প্রধান যোগীন্দ্র পল সিংও উপস্থিত ছিলেন। তখন র‌্যাব অতনুকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল।

(ওএস/এটি/ এপ্রিল ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test