E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মেসির একটা স্ট্রোক ফলাফল পরিবর্তনে সক্ষম : বেকেনবাউয়ার

২০১৪ জুলাই ১১ ১৮:১১:৩৫
মেসির একটা স্ট্রোক ফলাফল পরিবর্তনে সক্ষম : বেকেনবাউয়ার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বেকেনবাউয়ার বলেছেন যাদুকর মেসির একটা স্ট্রোক ফাইনালের ফলাফল পরিবর্তন করতে পারে।

জার্মানির আইকনিক তারকা খেলোয়াড় তার সতীর্থদের সাবধান করে দিয়ে বলেছেন মেসি তুড়ি মেরে ফাইনালের খেলাতে পরিবর্তন আনতে সক্ষম । প্রতিভার ফুলঝুরি এই খেলোয়াড় তার স্বাভাবিক ফর্মে যদিও নেই পুরো টুর্নামেন্টে তবুও চারটি গোল করে রয়েছেন গোল্ডেন বুট লড়াইয়ের প্রতিযোগিতায় ।

দলের জন্য শক্তিশালী এই খেলোয়াড়ের উপরে আস্থা তাই বেকেনবাউয়ারেরও । তিনি হিন্দুস্তানের কলামে লিখেছেন, “আর্জেন্টিনাও বিপদজনক হতে পারে । ডাচদের দেখুন, যদিও তারা তাদের আক্রমণভাগের খেলোয়াড় রোবেন এবং পারসির কারণে সুবিধাজনক জায়গায় ছিল !”

“কিন্তু সেমি ফাইনালে আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষকে প্রায় শ্বাসরোধ করে ফেলেছিল ।”

তিনি আরো বলতে থাকেন, “আর্জেন্টিনার রক্ষণভাগকে পরাস্ত করাটা জার্মানির জন্য একটা বিশাল চ্যালেঞ্জ । এবং অবশ্যই তাদের দলে আছে সুপারস্টার লিওনেল মেসি । যাকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে একটা স্ট্রোকেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে সে ।”

জার্মানির নেইমার বা মেসি নেই যদিও তাদের দলীয় খেলাতে একটা ঐকতান আছে । তাদের দলে ছয়জন বায়ার্ন মিউনিখের স্টার প্লেয়ার আছে, সাথে আছে ত্রুটিমুক্ত গোলরক্ষক ।

বেকেনবাউয়ার সংযুক্ত করেন, “ফাইনালেও যে জার্মানি ব্রাজিলের বিপক্ষে সেমির মতো পারফর্ম্যান্স দেখাতে পারবে এ ব্যাপারে কোন নিশ্চয়তা নেই ।”

(ওএস/পি/জুলাই ১১,২০১৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test