E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

৩য় ম্যাচ জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল আফগানিস্তান

২০১৪ জুলাই ২৩ ১৬:২৮:৩৬
৩য় ম্যাচ জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আফগানিস্তান ক্রিকেট দল প্রথমবারের মতো জিম্বাবুয়ে সফর করছে। সফরের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে জয়ের মুখ না দেখলেও তৃতীয় ম্যাচে সেই স্বাদ নেয় মোহাম্মদ নবীর দল।

মঙ্গলবার রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে দুই উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজে টিকে রইল তারা। চার ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। চতুর্থ ম্যাচে জয় পেলে সিরিজ বাঁচাতে পারবে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান।

মঙ্গলবার বুলাওয়ের কুইন্স পার্ক স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে ৮ উইকেটে ২৬১ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ওপেনার হ্যামিলটন মাসাকাদজা। ৯৩ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ৮৪ রানের ইনিংসটি সাজান মাসাকাদজা।

এ ছাড়া অধিনায়ক ব্রেন্ডান টেলর ৮১ বলে ৫৩ ও শেন উইলিয়ামস ৫২ বলে ৪৯ রান করেন। বল হাতে আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন দাওলাত জারদান ও আফতাব আলম। একটি উইকেট পান শরফুদ্দিন আশরাফ ও মোহাম্মদ নবী।

জবাবে ব্যাটিং করতে নেমে ইনিংসের শেষ ওভারে দুই উইকেটের জয়ের স্বাদ নেয় আফগানিস্তান। ছয় বলে সাত রানের প্রয়োজনের ব্যাটিং করে শেষ বলে জয় নিশ্চিত হয় আফগানদের। ২৪ রানে দাওলাত জারদান ও ৫ রানে শাপুর জারদান অপরাজিত থাকেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জাভেদ আহমাদি (৫৬)। এ ছাড়া উসমান গনি ৪৩, মোহাম্মদ নবী ৪২ ও শামিউল্লাহ শানওয়ারি ৪১ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে শেন উইলিয়ামস ও মোসাঙ্গে দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন হামিলটন মাসাকাদজা।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test