E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অবৈধ বোলিং অ্যাকশন নিষিদ্ধ উইলিয়ামসন

২০১৪ জুলাই ২৩ ১৬:৪৯:৪৩
অবৈধ বোলিং অ্যাকশন নিষিদ্ধ উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : নিউজিল্যান্ডের পার্টটাইম অফস্পিনার কেন উইলিয়ামসন আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচে বোলিং করতে পারবেন না। পরীক্ষা-নিরীক্ষায় তার বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে প্রমাণিত হওযায় তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।

গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার বোলিং অ্যাকশন নিযে অভিযোগ করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তার বোলিং নিয়ে বাওকেমিকেল টেস্টিং করে কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়। তাতে উইলিয়ামসনের বোলিংয় অ্যাকশন অবৈধ বলে ধরা পড়েছে।

অবশ্য বোলিং অ্যাকশনে তার যে গলদ রয়েছে তা নিয়ে তিনি কাজ করতে পারবেন। যদি এতে তার উন্নতি হয় তবে আবারও বোলিং করতে পারবেন এই পার্টবোলার এমনটাই জানিয়েছে আইসিসি।

এ ব্যাপারে উইলিয়ামসন জানিয়েছেন, টেস্টিংয়ের ফলাফল নিয়ে আমি খুশি। আবারও বোলিংয়ের জন্য কনুইয়ের যে সমস্যা রয়েছে তা দূর করার আপ্রাণ চেষ্টা করব আমি।

নিউজিল্যান্ডের হয়ে তিনি ৩৪টি টেস্ট খেলেছেন তিনি। আর উইকেট পেয়েছেন ২৪টি।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test