E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোচ গোবিনাথন

২০২১ নভেম্বর ২২ ১৩:১৬:১৬
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোচ গোবিনাথন

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য জাতীয় দলের কোচ মনোনীত করা হয়েছিল মাহবুব হারুনকে। কিন্তু শারীরিক অসুস্থার কারণে দেশসেরা এই কোচ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আগেই। এরপর থেকেই একজন বিদেশি কোচ খুঁজছিল ফেডারেশন।

অবশেষ জাতীয় দলের সাবেক কোচ মালয়েশিয়ার ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তিকে মর্যাদার এই টুর্নামেন্টের জন্য দায়িত্ব দিতে যাচ্ছে ফেডারেশন।

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, গোবিনাথনই কোচ হচ্ছেন। আমাদের সভাপতি মহোদয় বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে কথা বলে গোবিনাথনকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ গোবিনাথন আমাদের দেশেই আছেন।’

উল্লেখ্য, জাতীয় দলের সাবেক এই কোচ এখন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হকির উপদেষ্টা কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

কবে শুরু হবে ক্যাম্প? ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘দুই তিন দিনের মধ্যেই সিলেকশন কমিটি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড দেবে। লিগ শেষে দল চলে যাবে বিকেএসপি। সভাপতি মহোদয় বিকেএসপির মহাডপরিচালকের সঙ্গে কথা বলে সেখানেই আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করেছেন। টুর্নামেন্টের পূর্ব পর্যন্ত দল বিকেএসপিতেই অনুশীলন করবে। কোচ এবং অনুশীলনের সুযোগ দেয়ার জন্য আমরা বিকেএসপিকে ধন্যবাদ জানাচ্ছি।’

(ওএস/এএস/নভেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test