E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাওয়ার প্লে: ২৫, ৩৬’র পর এবার ৩৩

২০২১ নভেম্বর ২২ ১৫:৩৩:৫৪
পাওয়ার প্লে: ২৫, ৩৬’র পর এবার ৩৩

স্পোর্টস ডেস্ক : নতুন দিন, নতুন ম্যাচ; কিন্তু বদলায় না বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিংয়ের বেহাল দশা। টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা তারও আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে যে ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে, তা চলমান পাকিস্তান সিরিজেও।

প্রথম দুই ম্যাচের মতো আজও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বলা বাহুল্য, ব্যাটিংয়ের অবস্থাও আগের দুই ম্যাচের মতোই। প্রথম ম্যাচে পাওয়ার প্লের ছয় ওভার শেষে স্কোর ছিল ২৫ রানে ৩ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে ২ উইকেট।

আজ সিরিজের শেষ ম্যাচে প্রথম ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। দ্বিতীয় ম্যাচের তুলনায় রান তিনটি কম হলেও, উইকেট একটি কম হারিয়েছে বাংলাদেশ। আর প্রথম ম্যাচের তুলনায় পড়েছে দুইটি কম উইকেট।

এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন এই ম্যাচের ওপেনার হিসেবে দায়িত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধেছেন নাইম শেখ ও এই ম্যাচ দিয়েই দলে ফেরা শামীম পাটোয়ারী।

এই ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও সাইফ হাসানের জায়গায় নেওয়া হয়েছে শহিদুল ইসলাম (অভিষেক), নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারীকে।

সাইফকে বাদ দেওয়ায় ইনিংস সূচনা করতে নাইম শেখের সঙ্গে পাঠানো হয় নাজমুল হোসেন শান্তকে। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে দারুণ এক স্কয়ার কাটে প্রথম বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু অভিষিক্ত শাহনাওয়াজ দাহানির করা ইয়র্কার লেন্থের পরের বলে সরাসরি বোল্ড হয়ে যান ৫ রান করা শান্ত।

এরপর তিন নম্বরে পাঠানো হয় শামীমকে। পাওয়ার প্লে'তে আর বিপদ ঘটতে দেননি শামীম ও নাইম। উইকেটে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান শামীম।

পরে দাহানির করা চতুর্থ ওভারের শেষ দুই বলেও মারেন ব্যাক টু ব্যাক বাউন্ডারি। হারিস রউফের করা পাওয়ার প্লে'র শেষ ওভারেও চারের মার আসে শামীমের ব্যাট থেকে।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test