E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারী কাবাডি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অপু বিশ্বাস

২০২১ নভেম্বর ২৪ ১৬:০৯:৩২
নারী কাবাডি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অপু বিশ্বাস

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি এবং জামালপুর কাবাডি একাডেমির ম্যাচ দিয়ে নয় বছর পর শুরু হচ্ছে নারী কাবাডি লিগ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বুধবার জাতীয় কাবাডি স্টেডিয়ামে আনসার ও জামালপুরের ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। পরে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে মেঘনা স্পোর্টিং ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব।

নারী কাবাডি লিগ সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। দীর্ঘ নয় বছর পর শুরু হতে যাওয়া এই লিগে অংশ নিচ্ছে ১১টি দল। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলবে।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল খেলবে। ফাইনাল ৩০ নভেম্বর।

সবশেষ অনুষ্ঠিত লিগে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শুধু আজাদ স্পোর্টিং ক্লাবই এবার অংশ নিচ্ছে। ১১টি দলের মধ্যে আটটিই ঢাকার বাইরের। খেলোয়াড়দের আবাসনের ব্যবস্থা করা হয়েছে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।

‘বাংলাদেশে নারী কাবাডি চর্চা অনেকদিন ধরে চললেও খেলার সুযোগ সীমিত। ফলে সম্ভাবনা থাকলেও পেশা হিসেবে নিতে পারছে না মেয়েরা। নতুন খেলোয়াড়ও খুব বেশি উঠে আসছে না। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা নারী কাবাডিকে এগিয়ে নিতে কিছু পরিকল্পনা নিয়েছি। তারই অংশ এই নারী লিগ। লিগে ঢাকার বাইরে থেকে আটটি দল অংশ নিচ্ছে’- জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

কুমিল্লার মেঘনা স্পোর্টিং ক্লাব, ফরিদপুর স্পোর্টিং ক্লাব, নড়াইল কাবাডি একাডেমি ও জামালপুর কাবাডি একাডেমি রয়েছে ‘ক’ গ্রুপে। বিজয় দিবস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশের সঙ্গে ‘খ’ গ্রুপে রয়েছে নারায়ণগঞ্জ কাবাডি একাডেমি, রাঙ্গামাটির নানিয়ারচর ক্রীড়া সংঘ একাডেমি, এম কে স্পোর্টিং ক্লাব ও শিকারপুর যুব কাবাডি অ্যান্ড স্পোর্টিং ক্লাব। লিগের পৃষ্ঠপোষক নাজিয়ার আইটি সলিউশ্যন।

নারী কাবাডি লিগের উদ্বোধন করবেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। উপস্থিত থাকবেন জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুছ ছালাম আজাদ, নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক-১ ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ নেওয়াজ সোহাগ, লিগ কমিটির সম্পাদক ও ফেডারেশনের কোষাধ্যক্ষ আরিফ মিহির, ফেডারেশন সদস্য ও চিত্র নায়িকা অপু বিশ্বাস।

(ওএস/এসপি/নভেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test