E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আফগানিস্তানে চলমান থাকবে নারী ক্রিকেট

২০২১ নভেম্বর ২৬ ০৮:৫৮:০৪
আফগানিস্তানে চলমান থাকবে নারী ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের কেন্দ্রীয় ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর খড়গ নেমে এসেছিল নারীদের খেলাধুলায়। শুধু খেলাধুলা নয়, বাইরে নারীদের যেকোনো কাজেও বাধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু নারীদের খেলা বন্ধ রেখে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য থাকার সুযোগ নেই।

তাই দেশটির অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষ কমিটিও গঠন করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই কমিটির প্রতিবেদন তৈরি হওয়ার আগেই নারীদের ক্রিকেট নিয়ে ইতিবাচক খবর দিলো আফগানিস্তান।

আফগান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ও দেশটির ক্রিকেট দলের সাবেক তারকা অলরাউন্ডার মিরওয়াইজ আশরাফ জানিয়েছেন, আফগানিস্তানে নারী ক্রিকেট চলমান থাকবে। ক্রিকউইকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

আশরাফের ভাষ্য, ‘নারী ক্রিকেট আইসিসির অন্যতম প্রধান অংশ, তাই এখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মেয়েরা স্বাভাবিকভাবেই ক্রিকেট খেলবে এবং আমরা তাদের মৌলিক চাহিদা ও প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করতে চাই।’

উল্লেখ্য, কয়েক মাস আগে তালেবান সরকারের সংস্কৃতি কমিশনের প্রধান আব্দুল্লাহ ওয়াসেক দেশটিতে নারী ক্রিকেট নিষিদ্ধের কারণ ব্যাখা করেছিলেন। সেখানে তার যুক্তি ছিল ইসলামী শরীয়াহ আইন।

ওয়াসেক বলেছিলেন, ‘বর্তমান মিডিয়ার যুগে ছবি কিংবা ভিডিও কোনো কিছুই এখন আর মানুষের চোখ এড়ায় না। ইসলাম এবং ইসলামিক আমিরাত কখনও নারী ক্রিকেট সমর্থন করে না। এমনকি খেলায় যে নারীরা যে বেশি বেশি প্রকাশিত, হবে সেটাও ইসলাম সমর্থন করে না।’

(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test