E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অ্যাশেজে স্মিথকে ‘মাতব্বরি’ না করার পরামর্শ ক্লার্কের

২০২১ নভেম্বর ২৬ ১০:৪০:৩৪
অ্যাশেজে স্মিথকে ‘মাতব্বরি’ না করার পরামর্শ ক্লার্কের

স্পোর্টস ডেস্ক : সেক্সটিং কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন টিম পেইন। যে কারণে অ্যাশেজ সিরিজে সহ-অধিনায়ক থাকা প্যাট কামিন্সকেই ভাবা হচ্ছে সম্ভাব্য অধিনায়ক হিসেব। যেখানে পূর্ব অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকায় এগিয়ে আছেন স্টিভেন স্মিথও। তবে অ্যাশেজ শুরুর আগে সেই স্মিথকেই সতর্ক করে দিলেন মাইকেল ক্লার্ক।

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হন তৎকালীন অসি টেস্ট অধিনায়ক স্মিথ। এরপরই পেইনের কাঁধে বর্তায় রাজকীয় সংস্করণের নেতৃত্বের দায়িত্ব।

তবে পেইন অধিনায়ক থাকাকালীন সময় স্মিথ নিষেধাজ্ঞা থেকে ফিরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। বিগ স্পোর্টস ব্রেকফাস্টে দেওয়া সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন, ‘পেইন অধিনায়ক থাকা অবস্থায়ও সে (স্মিথ) কিছু কাজ করে সমালোচিত হয়েছে। স্লিপে দাঁড়িয়ে হাত নাড়িয়েছে, মাঠে ঘোরাঘুরি করেছে। সহ-অধিনায়ক থাকুক বা না থাকুক, এসব ব্যাপারে তার সতর্ক থাকা উচিত।’

অস্ট্রেলিয়ার ২০১৫ বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেছেন, ‘যদি প্যাট কামিন্স অধিনায়ক হয়, বাকিদের থেকে উপদেশ, পরামর্শ নিতে পারবে। তবে সম্মিলিত সিদ্ধান্ত নেবে অধিনায়ক। মাঠে একজনই অধিনায়ক থাকবে।’

তবে নিষেধাজ্ঞা থেকে ফিরে স্মিথ দারুণ ছন্দে রয়েছেন বলে মনে করছেন ক্লার্ক। বিশ্বকাপজয়ী অসি অধিনায়কের ভাষ্য, ‘তার (স্মিথ) প্রত্যাবর্তনের গল্পটা দারুণ। অস্ট্রেলিয়ার অনেক জয়ে ব্যাট হাতে তার অবদান রয়েছে। আশা করি, সামনের সিরিজেও সে একই ভূমিকায় অবতীর্ণ হবে।’

(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test