E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কারো পৌষ মাস, কারো সর্বনাশ!

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৭:৪০:৩২
কারো পৌষ মাস, কারো সর্বনাশ!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেট বোর্ড এশিয়ান গেমসের দল চূড়ান্ত করেও দুবার দল পরিবর্তন করেছে। বোলিং অ্যাকশনের সন্দেহের তালিকায় থাকা সোহাগ গাজী ও আল-আমিন হোসেন এশিয়ান গেমসে খেলছেন না। সোহাগের পরিবর্তে সাকিব আল হাসান এবং আল-আমিনের পরিবর্তে খেলবেন রুবেল হোসেন। পরিবর্তনের এই তালিকায় আরেকটি নাম যুক্ত হল। ইনজুরির কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মুক্তার আলী। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন জিয়াউর রহমান।

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে কক্সবাজারে চার দিনের ম্যাচ খেলতে পারেননি মুক্তার আলী। দ্বিতীয় ম্যাচ থেকে তাকে সরিয়ে রাখে নির্বাচক প্যানেল। কিন্তু ইনজুরিমুক্ত না হওয়ায় রাজশাহীর এই ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। পেস বোলিং অলরাউন্ডারের পরিবর্তে ইনচনে যাচ্ছেন জিয়াউর রহমান।

শুক্রবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়ানে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। ‘বি’ গ্রুপের যে দল-ই দ্বিতীয় স্থান থেকে কোয়ার্টারে উঠবে, তাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে রয়েছে কুয়েত, মালদ্বীপ ও নেপাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।

এশিয়ান গেমসে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, নাসির হোসেন, শামসুর রহমান, আরাফাত সানী,জিয়াউর রহমান, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test