E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

জয়ের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড

২০১৪ সেপ্টেম্বর ২৮ ১৯:৪৩:১০
জয়ের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না। পুচকে দলগুলোও সেই সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করছে। যেমনটা শনিবার শুরু করেছিল ওয়েস্টহ্যামও। কিন্তু শেষ পর্যন্ত ম্যানইউকে জয় বঞ্চিত করতে পারেনি তারা। ওয়েন রুনি ও রবিন ফন পার্সির গোলে ভর করে ২-১ ব্যবধানে জয় পেয়েছে লুইস ফন গালের শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোল করে ম্যানইউকে লিড এনে দেন অধিনায়ক ওয়েন রুনি (১-০)। ২২ মিনিটে গোলের দেখা পান তারকা খেলোয়াড় রবিন ফন পার্সিও। ফলে রেড ডেভিলসরা এগিয়ে যায় ২-০ গোলে। ৩৭ মিনিটে একটি গোল শোধ দেয় ওয়েস্টহ্যাম। ২-১ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় রুনি-পার্সিরা।

দ্বিতীয়ার্ধেও শুরুতে মেজাজ হারান রুনি। মারাত্মকভাবে ট্যাকেল করেন ওয়েস্টহ্যামের খেলোয়াড়কে। ঘটনাটি রেফারির সামনেই হওয়ায় পকেট থেকে লাল কার্ড বের করতে দেরি করেননি তিনি। রুনি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ম্যানইউ রক্ষণাত্মক পন্থা অবলম্বন করে। ফলে তারা যেমন গোল ব্যবধান বাড়াতে পারেনি। তেমনি ওয়েস্টহ্যামও পারেনি ব্যবধান কমাতে।

এই জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে ম্যানইউ।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test