E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ১৭ রানের হার

২০১৪ সেপ্টেম্বর ২৮ ২০:৩১:২৪
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ১৭ রানের হার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দল স্বাগতিক বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে ১৭ রানে হারিয়েছে। এ পরাজয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে গেল বাংলাদেশ।

রবিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ভুসিমাসি সিবান্দা। আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে জিম্বাবুয়ে ‘এ’ দল ৬ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যট করতে নেমে ২৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সফরকারীদের হয়ে ব্যাট হাতে একাই দাপট দেখান রেগিস চাকাবা। ১৪৪ বলে ১৩২ রান করেন তিনি। এ জন্য ১৩টি চার ও ৩টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান। এ ছাড়া শেষ দিকে অধিনায়ক ভুসিমাসি সিবান্দা ৬৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৫২ রান করেন।

বাংলাদেশের বোলারদের হয়ে মুমিনুল হক ও জুবায়ের হোসেন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন শহীদ ও মোসাদ্দেক হোসেন। দেড় বছর পর মাঠে ফেরা আবুল হাসান রাজু মাত্র ২.৫ বল করেই ইনজুরিতে পড়েন। ঘাড়ের ব্যথার কারণে মাঠে ফিরতে পারেননি তিনি।

২৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট হারায় স্বাগতিক দল। তিন সিনিয়র ক্রিকেটার শাহরিয়ার নাফিস (২), মার্শাল আইয়্যুব (২) ও মুমিনুল হক (২) দ্রুত ফিরে যান।

চতুর্থ উইকেটে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন নাঈম ইসলাম। এ সময়ে অর্ধশতকের দেখা পান সৌম্য। কিন্তু ৫৬ রানের বেশি করতে পারেরনি তিনি। ৮০ বলে ৫টি চার ১টি ছক্কায় ৫৬ রানে ফিরে যান বাহাতি এই ওপেনার।

পঞ্চম উইকেটে ৫৬ রান যোগ করেন নাঈম ইসলাম ও মোসাদ্দেক হোসেন। সৌম্যের পর নাঈম ইসলামও অর্ধশতকের দেখা পান। ৬৬ রানে সাজঘরে ফিরার আগে ৫টি বাউন্ডারি হাঁকান তিনি।

নাঈমের বিদায়ের পর মোসাদ্দেকের ৪৯ ও ইলিয়াস সানির ৪২ রানে পরাজয়ের ব্যবধান কমায় বাংলাদেশ। ম্যাচ সেরা নির্বাচিত হন শতক হাঁকানো রেগিস চাকাবা।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test