E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মঙ্গলবার বিসিবির বোর্ড সভা

২০১৪ সেপ্টেম্বর ২৯ ১৯:০০:১৯
মঙ্গলবার বিসিবির বোর্ড সভা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে মঙ্গলবার বোর্ড সভা বসছে। দুই অধিনায়ক ‘তত্ত্ব’ নিয়ে বিস্তর আলাপ-আলোচনা হতে পারে আগামিকালের সভায়। বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বোর্ড মিটিংয়ে সবুজ সংকেত পাওয়া গেলে জিম্বাবুয়ে সিরিজেই দুই অধিনায়ক তত্ত্ব কার্যকর করা হবে। ওয়ানডে ও টেস্টে পৃথক অধিনায়ক হবে। সামনের বছর থেকে অর্থাৎ বিশ্বকাপের আগে পৃথক অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা।’

মাশরাফির সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘মাশরাফি থাকবে। মাশরাফি থাকবে না- তা নয়। টেস্ট এবং ওয়ানডে যেহেতু আমরা ভাগ করে ফেলছি, তাহলে একটা তো তার হাতে ছেড়ে দিতে হবে। মাশরাফি আমাদের অত্যন্ত প্রিয় খেলোয়াড়। কিন্তু সে যেকোনো সময় ইনজুরিতে পড়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই ওর জন্যে লং টার্ম চিন্তা করাটা কঠিন। এখন এশিয়ান গেমসে যাচ্ছে। জিম্বাবুয়ে সিরিজেও থাকবে। তারপর দেখা যাক কী হয়।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা অনুসারে জিম্বাবুয়ে সিরিজে রঙিন পোশাকে দেখা যেতে পারে মাশরাফি বিন মতুর্জাকে। তার নেতৃত্বগুণ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করাটা সম্ভব নয়- সঙ্গী চোটের কারণেই। তাই সাকিবকে হয়তো দীর্ঘমেয়াদী ভাবা হতে পারে। তবে সাকিবকে নিয়ে ভাবনার এখনই কিছু নেই। তাই রঙিন পোশাকে মাশরাফির হাতে দায়িত্ব থাকলেও মুশফিকই থাকবেন সাদা পোশাকের দলনেতা জিম্বাবুয়ে সিরিজে।

মূলত টানা ব্যর্থতার কারণে টনক নড়েছে বিসিবি কর্তাদের। টেস্ট খেলুড়ে অনেকগুলো দলেই ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক। এতে সাফল্যের পাল্লাটাই ভারী। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দল ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক দিয়েই টিম চালাচ্ছে। বিশ্বক্রিকেটের এমন বাস্তবতায় মুশফিককে নির্ভার করতে ফরম্যাট অনুযায়ী আলাদা অধিনায়ক নির্বাচন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অধিনায়ক ‘তত্ত্ব’ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পারফরম্যান্স মূল্যায়ন নিয়েও আলোচনা হবে বোর্ড পরিচালকদের মধ্যে। সঙ্গে থাকবে কমিটি নিয়ে আলোচনা। যদিও বোর্ড সভাপতি গত ‍বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পর এই নিয়ে আলোচনা করা হবে। তবে শুধু একটি দুটি কমিটিতে পরিবর্তন নয়, বেশ কিছু কমিটিতে পরিবর্তন আনার পক্ষপাতি বিসিবির সভাপতি।’

(ওএস/পি/সেপ্টেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test