টানা ৫ ইনিংস দশের নিচে আউট মুমিনুল
স্পোর্টস ডেস্ক : মুমিনুল হকের অফফর্ম চলছেই। টাইগার টেস্ট অধিনায়ক ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। আজ শুরুটা করেছিলেন বেশ দেখেশুনে। কিন্তু ১৯ বল খেলে ২ রানের বেশি যেতে পারেননি।
‘কনকাশন-সাব’ হিসেবে টেস্টের মাঝপথে ঢুকে পড়া কাসুন রাজিথা ভোগাচ্ছেন বাংলাদেশকে। ইনিংসের ৫৫তম ওভারে প্রথমবার তার হাতে বল তুলে দেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। আর ‘বদলি’ হিসেবে নেমে প্রথম ওভারেই দলকে উইকেট এনে দেন এই পেসার।
লঙ্কান পেসারের অফসাইডের অনেক বাইরে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেট বিলিয়ে দেন নাজমুল হোসেন শান্ত। ২২ বল খেলে তিনি করেন ২ রান।
এরপর মুমিনুলকেও তুলে নেন রাজিথা। টাইগার অধিনায়ক বল ডিফেন্ড করতে চেয়েও উইকেট বাঁচাতে পারেননি, বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন মাত্র ২ রানে। এ নিয়ে টানা পাঁচ ইনিংসে দশের নিচে আউট হলেন মুমিনুল। তার আগের চারটি ইনিংস-০, ২, ৬ এবং ৫ রানের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮৭ রান। তামিম ১১৫ আর মুশফিকুর রহিম শূন্য রানে অপরাজিত আছেন।
এর আগে তামিম ইকবালের সঙ্গে দারুণ জমে উঠেছিল মাহমুদুল হাসান জয়ের জুটিটা। ৫১ রানের মাথায় জীবনও পেয়েছিলেন জয়। তবে পঞ্চাশের ঘরটা পার করতে পারলেন না তরুণ এই ওপেনার।
ব্যক্তিগত ৫৮ রানে ফিরলেন আসিথা ফার্নান্ডোর শিকার হয়ে। ফার্নান্ডোর লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেট দিয়ে এসেছেন জয়। ১৪২ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান তিনি।
জয়ের আউটে ভাঙে ১৬২ রানের উদ্বোধনী জুটি। ওপেনিংয়ে এটি বাংলাদেশের চতুর্থ সেরা জুটি। এই তালিকায় এক নম্বরে আছে ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে করা তামিম ইকবাল আর ইমরুল কায়েসের ৩১২ রানের জুটিটি।
সকালে বৃষ্টি হওয়ায় আজকের প্রথম সেশনে খানিক চ্যালেঞ্জই ছিল বাংলাদেশ দলের জন্য। কিন্তু শ্রীলঙ্কার নখদন্তহীন বোলিং-ফিল্ডিংয়ের সুবাদে কাজটা সহজ হয়ে যায় তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের। দুজন মিলে অবিচ্ছিন্ন জুটি গড়েই শেষ করেন প্রথম সেশনের খেলা।
সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৫৭ রান।
ক্যারিয়ারের ৩২তম ফিফটি করার পর ৮৫তম রান নেওয়ার সময় মুশফিকুর রহিমকে টপকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন তামিম। আর ৬৩ রান করলে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার টেস্ট রানের মালিক হবেন এ বাঁহাতি ওপেনার।
শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে আগেরদিন বিকেলে ১৯ ওভারে ৭৬ রান করেছিল বাংলাদেশ। আজ রমেশ মেন্ডিসকে দিয়ে আক্রমণ শুরু করে লঙ্কানরা। তবে দিনের প্রথম ওভার থেকে ছড়ানো ফিল্ডিং দেওয়া হয় তামিমকে। সেই সুযোগটাও পুরোপুরি কাজে লাগিয়েছেন এ অভিজ্ঞ ওপেনার।
বাহারি সব শটে ৭৩ বলে সাত চারের মারে ফিফটি তুলে নেন তামিম। অন্যদিকে মাহমুদুল জয়ের ফিফটি করতে লাগে ১১০ বল। মুখোমুখি ৮৬তম বলে চার মেরে ৪৮ রানে পৌঁছান জয়। এরপর ফিফটিতে পৌঁছতে খেলেন আরও ২৪ বল। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ছোঁয়ার পথে ৮টি চার মারেন জয়।
ফিফটি করার পরপরই আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দিয়েছিলেন জয়। কিন্তু ফাইন লেগে সেটি হাতে রাখতে পারেননি লাসিথ এম্বুলদেনিয়া। ফলে বোনাস বাউন্ডারি পেয়ে যায় বাংলাদেশ। এরপর আর কোন ভুল করেননি তরুণ ওপেনার জয়। তামিমের সঙ্গে দায়িত্ব নিয়েই শেষ করেন প্রথম সেশনের খেলা।
এই সেশনে ২৮ ওভার খেলে ৮১ রান করে বাংলাদেশ। দিনের শুরুর ৯ ওভারেই ৪৭ রান নিয়ে ফেলেছিলেন তামিম ও জয়। পরের ১৯ ওভারে খানিক রয়েসয়ে খেলে যোগ করেন ৩৪ রান। এ দুজনের সুবাদে দীর্ঘ ৬২ মাস ও ৬১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেয়েছে বাংলাদেশ।
অন্যদিকে চলতি টেস্ট থেকে ছিটকেই গেছেন প্রথম ইনিংসে শরিফুল ইসলামের বলে মাথায় আঘাত পাওয়া শ্রীলঙ্কার পেসার বিশ্ব ফার্নান্দো। তার জায়গায় ম্যাচের বাকি অংশের জন্য কনকাশন সাব হিসেবে আরেক পেসার কাসুন রাজিথাকে নিয়েছে শ্রীলঙ্কা।
(ওএস/এসপি/মে ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- কানাইপুরের শিকদার বাড়িতে নিভারানি সিকদারের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন
- ‘বাংলাদেশের স্বীকৃতির ব্যাপারে কেউ অংশগ্রহণ করলে পরিণতি হবে মারাত্মক’
- টাঙ্গাইলে তীব্র তাপদাহে অতিষ্ঠ প্রাণিকুল
- ‘আওয়ামী লীগ কচুর পাতার পানি না’
- বাজার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৬
- আ'লীগ নিষিদ্ধ হওয়ায় যশোরে জামায়াতের শোকরানা সমাবেশ
- খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বাগেরহাট যুবদলের প্রস্তুতি সভা
- বাগেরহাটে তাপদাহে গলে যাচ্ছে সড়কের পিচ
- উজিরপুর পৌরসভার সাবেক মেয়রের দুর্নীতি অনুসন্ধানে দুদক
- দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, জনজীবন অতিষ্ঠ
- বরিশালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ‘নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই’
- ‘আ.লীগ নিষিদ্ধের বিলম্ব সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ’
- বরিশাল নার্সিং শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি
- কোটি টাকাসহ বিপুল পরিমানমালামাল জব্দ, আটক ৬
- ‘নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে’
- চাঁদা না পেয়ে শিক্ষককে মারধর, মামলা
- বোয়ালমারীতে পালিত হলো না ‘মা দিবস’
- রাঙ্গামাটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত
- চাটমোহরে আম গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের
- রূপপুর পারমাণবিক প্রকল্পের ১৮ কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি
- এলডিসি উত্তরণে দ্রুত ৫ পদক্ষেপ বাস্তবায়নের তাগিদ
- সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন
- ৩ কর্মচরীর বিরুদ্ধে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক
- দিনাজপুরে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি আটক
- ছাত্রলীগের সাবেক নেতা ও রাজেন্দ্র কলেজের প্রভাষক আনসার আলী গ্রেফতার
- পরকীয়া প্রেমিকার ঘরের সামনে বৃদ্ধ প্রেমিকের আত্মহত্যা
- সালথায় মহাশ্মশান ও মিলন মন্দির উদ্বোধন
- শ্যামনগরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
- ‘যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না’
- ‘পহেলা বৈশাখ বাঙালির মহাঐক্যের দিন’
- বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গাদের জন্য সহায়তা বন্ধ করবে না ইতালি
- নৌ পুলিশের অভিযানে জাটকা ইলিশসহ আটক ৩
- বিডিআর হত্যাকাণ্ড : ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি
- লোহাগড়ায় সাংবাদিক সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ‘প্রতিটি অঞ্চলের শিল্পীর গানের রয়্যালটির ব্যবস্থা করা হবে’
- বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে মুয়াজ্জিন উধাও
- ‘হানাদার ঘাতকরা মিরপুরে এক পৈশাচিক হত্যাকান্ড চালায়’
- চাপ দিয়ে কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি
- কাজলা নদী পাড়ের প্রতিবন্ধী গোপীর সংগ্রামী জীবনের করুণ গল্প
- শাওমি নিয়ে এলো ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন
- ফুলপুরে মে দিবসে শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চার দেশের রাষ্ট্রদূতের শ্রদ্ধা
- জাল টাকা ও ছাপানোর সরঞ্জামসহ দুই যুবক আটক
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা, এনজিও কর্মীর মৃত্যু