E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

 

এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ ফ্রাঞ্চাইজি ভিত্তিক

২০১৪ অক্টোবর ১৮ ১৮:৪৬:৪৩
এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ ফ্রাঞ্চাইজি ভিত্তিক
 
 

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ (লংগার ভার্সন)। জাতীয় দলের হয়ে লংগার ভার্সন ক্রিকেট খেলতে পারদর্শী এমন খেলোয়াড়দের সাপ্লাই চেইন ঠিক রাখতেই এমন লিগ আয়োজন করার উদ্যোগ নেয়া হচ্ছে। বিভিন্ন জোনের অনূর্ধ্ব-১৯ বছর বয়সী ক্রিকেটাররা অংশ নেবেন এই লিগে। তাদের মধ্য থেকে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের সুযোগ দেয়া হবে জাতীয় দলে।

শনিবার এমনই এক সিদ্ধান্ত নেয়া হয়েছে লংগার ভার্সন ক্রিকেট ‘বিসিএলে’র ফ্রাঞ্চাইজিদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির এক বৈঠকে।

সেখানে বিসিএলের নানান দিক নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘ফ্রাঞ্চাইজি ভিত্তিক অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ (লংগার ভার্সন)’ আয়োজন করার বিষয়টি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াতে পারে ফ্রাঞ্চাইজি ভিত্তিক অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ। বিষয়টিকে স্বাগত জানিয়েছে বিসিএলের ফ্রাঞ্চাইজি ওয়ালটনসহ অন্যান্যরা।

সভায় উপস্থিত ছিলেন বিসিবি’র বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, সিনিয়র এজিএম মিল্টন আহমেদ, ইসলামী ব্যাংকের পরিচালক আতিকুর রহমান, প্রাইম ব্যাংকের সাইফুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির ম্যানেজার।

(ওএস/পি/অক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test